বেঙ্গালুরুর রাস্তায় অটো চালাচ্ছেন এক ব্যক্তি। পাশাপাশি ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন তিনি। ইংরেজিতে এম.এ এবং এম.এড পাশ ৭৪ বছরের অটো চালক পাতাবি রমন ২০ বছর অধ্যাপনা করেছেন মুম্বইয়ের একটি নামী কলেজে। কিন্তু মুম্বাইয়ের এই প্রাক্তন অধ্যাপকের অটো চালক হয়ে ওঠার কাহিনী কী? তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিকিতা আইয়ার নামে এক তরুণী। তিনি বেঙ্গালুরুতে চাকুরি করেন।
নিকিতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার অফিস যাওয়ার সময় রাস্তায় জ্যামে আটক যান। সেই সময় তাঁর সঙ্গে দেখা হয় পাতাবি রমন নামে ওই অটো চালকের। তিনি নিকিতার পাশে নিজের অটো নিয়ে এসে দাঁড়িয়ে বলেন, ‘প্লিজ কাম ইন ম্যাম, ইউ ক্যান পে হোয়াট ইউ ওয়ান্ট’ অর্থাৎ দয়া করে আমার অটোতে উঠুম ম্যাডাম। আপনার যা ইচ্ছে তাই ভাড়া দেবেন। অটো চালকের মুখে এত সুন্দর ইংরেজি শুনে প্রথমে অবাক হয়ে যান নিকিতা। ৪৫ মিনিটের অটো যাত্রাপথে তিনি শুনে নেন ৭৪ বছরের পাতাবি রমনের জীবন কাহিনী।
তিনি জানান, কর্নাটকে চাকরি না পেয়ে মুম্বইয়ের একটি কলেজে টানা ২০ বছর ইংরেজিতে অধ্যাপনা করেছেন তিনি। কিন্তু এত গুলো বছর অধ্যাপনা করার পর বয়স কালে অটো চালকের কাজ কেন? নিকিতার এই প্রশ্নের উত্তরে রমন জানান, তিনি বেসরকারি কলেজ চাকরি করতেন। তাই পেনশন পান না। মাসের শেষে বেতন ১০ থেকে ১৫ হাজার টাকা। সংসার চালাতে বাধ্য হয়ে তিনি অটোচালকের পেশা বেছে নেন। এই কাজে দিনে ৭০০ থেকে ১৫০০ টাকা আয়। এই টাকা দিয়ে নিজের গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সংসার চলে যায়। কিন্তু এই বয়সে গার্লফ্রেন্ড? উত্তর রমন জানান, আমার স্ত্রীকে আমি গার্লফ্রেন্ড বলি। ও ঘরে কাজ কাজ করে আর আমি বাইরে কাজ করি। ছেলে শুধু বাড়িভাড়ার ১২ হাজার টাকা দেয়। আর কোনও টাকা ছেলের কাছ থেকে নিই না। সোশ্যাল মিডিয়ায় নিকিতার এই পোস্ট নিমেষেই কয়েকশো জন শেয়ার করে ফেলেন। যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
Comments are closed.