এবার ভোজ্য তেলের দামও আকাশ ছোঁয়া হতে চলেছে। সেই সঙ্গে দাম বাড়তে পারে সাবান, শ্যাম্পু, কেক, বিস্কুট, চকলেটেরও। কারণ, ভারতে পাম অয়েল রফতানি বন্ধ করতে চলেছে ইন্দোনেশিয়া। খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ভারতে পাম অয়েলের প্রায় ৫০% আসে ইন্দোনেশিয়া থেকে। তাই এই সিদ্ধান্তের জেরে দেশে ভোজ্য তেল সহ প্যাকেটজাত পণ্যের দাম অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সে সমস্ত সামগ্রী তৈরিতে ভোজ্য তেল প্রয়োজন সেগুলিরও দাম একলাফে অনেকটাই বাড়তে চলছে।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সরকার রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ২৮ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা লাগু হয়েছে। ফলে, ভারত সহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিও সমস্যায় পড়বে। পরিসংখ্যান বলছে, ভারতে বছরে ৩৫ থেকে ৪০ লক্ষ টন পাম অয়েল সরবারহ করে ইন্দোনেশিয়া। পাম অয়েলের এই বিপুল চাহিদা মেটাতে কেন্দ্র বিকল্প কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার।
Comments are closed.