পেট্রোল-ডিজেল থেকে রান্নার গ্যাস, ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতা। এবারও সেই দুর্ভোগ আরও কয়েকগুণ বাড়তে চলছে। অস্বাভাবিক দাম বাড়ার তালিকায় এবার যুক্ত হতে চলেছে আটা, রুটি, পাউরুটি বিস্কুটের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি। কারণ হিসেবে বলা হচ্ছে, গমের অত্যাধিক মূল্যবৃদ্ধি।
চলতি বছরের শুরুতেই প্রায় ৪০% বেড়েছে গমের দাম। বর্তমানে নূন্যতম সহায়ক মূল্যের চেয়ে ২০% বেশি দামে বাজারে গম বিক্রি হচ্ছে। যার ফলে, গম থেকে তৈরি সামগ্রীর দাম আকাশ ছুঁতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে বর্তমানে গম থেকে তৈরি জিনিসের যে দাম, তার থেকেও ১০ থেকে ১৫% বাড়তে পারে দাম। যার ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে আমজনতার।
উল্লেখ্য, জ্বালানির দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তারমধ্যে আটা, পাউরুটি বা বিস্কুটের মতো খাদ্য সমগ্রীগুলো কার্যত অত্যাবশ্যক পণ্য। তার ওপরে কোভিডের পর থেকে একটি বড় অংশের মানুষের রোজগার বিশেষ বাড়েনি। উপরন্তু অনেকেই কাজ হারিয়েছেন। সব মিলিয়ে যত দিন যাচ্ছে মধ্যবিত্তের দুর্ভোগ বেড়েই চলেছে।
Comments are closed.