স্বস্তির খবর; দাম কমছে পেট্রোল-ডিজেলের, ভর্তুকি দেওয়া হচ্ছে রান্নার গ্যাসেও 

অবশেষে কিছুটা স্বস্তিতে দেশবাসী। শনিবার মধ্যরাত থেকে দাম কমছে পেট্রোল ডিজেলের। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার ফলে শনিবার মধ্যরাত থেকে দেশজুড়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৯ টাকা ৫০ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭ টাকা করে কমবে। ধারাবাহিক মূল্য বৃদ্ধির সময়ে কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই কিছুটা রেহাই মিলেছে সাধারণ মানুষের।  

শুধু পেট্রোল ডিজেলই নয়, রান্নার গ্যাস নিয়েও কেন্দ্রের সিদ্ধান্তে কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছে মধ্যবিত্ত। এবার থেকে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসে ভর্তুকি মিলবে ২০০ টাকা করে। বছরে ১২ টা সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকি মিলবে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ট্যুইট করে শুল্ক ছাড়ের কথা জানিয়েছেন। সেই সঙ্গে ট্যুইটে তিনি জানান, গ্যাসের ভর্তুকির জেরে বছরে প্রায় ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন। 

উল্লেখ্য বিগত কয়েক মাস ধরেই অস্বভাবিক হারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। রান্নার গ্যাসও হাজার ছড়িয়েছিল। ধারাবাহিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সহ বিরোধীরা একযোগে মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, একটি বড় অংশের মানুষের মধ্যেও ক্ষোভ জমা হচ্ছিল। সেসব সামাল দিতেই অবশেষে কিছুটা নড়েচড়ে বসল কেন্দ্র। 

Comments are closed.