কাশ্মীরে রাজস্থানের বাসিন্দা ব্যাঙ্ক কর্মীকে গুলি করে খুন জঙ্গিদের, ১ মাসে ৪ জন সংখ্যালঘু কর্মী খুন উপত্যকায়
দক্ষিণ কাশ্মীরের কুলগামে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক ব্যাঙ্ক ম্যানেজার। কয়েকদিন আগে একটি স্কুলের বাইরে একজন মহিলা শিক্ষিকাকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। এর ঠিক পরেই ফের জঙ্গিরা খুন করল ব্যাঙ্ক ম্যানেজারকে।
রাজস্থানের হনুমানগড় থেকে বিজয় কুমার নামে ব্যাঙ্ক ম্যানেজার দক্ষিণ কাশ্মীরের কুলগামের মোহনপোরা গ্রামে এল্লাকি দেহাতি ব্যাঙ্ক(ইডিবি) ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। গুরুতর আহত অবস্থায় বিজয় কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছেন, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কয়েকদিন আগেই তিনি ওই ব্যাঙ্কে কাজে যোগ দিয়েছিলেন বলেও জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।
কাশ্মীরের বাইরে থেকে আসা কর্মচারীদের সুরক্ষার জন্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। গত কয়েকদিনে কাশ্মীরে একের পর এক সংখ্যালঘুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১২ মে রাহুল ভাটকে বুদগামে অফিসের ভিতরে ঢুকে হত্যা করেছিল জঙ্গিরা। এরপর এক মহিলা শিক্ষিকাকে স্কুলের বাইরে হত্যা করে জঙ্গিরা। বৃহস্পতিবার ফের কাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে হত্যা করার পর ১ মাসে মোট ৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মচারীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা।
Comments are closed.