অসমে টানা বৃষ্টির কেরে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। উত্তরবঙ্গ থেকে গুয়াহাটি গামী একাধিক ট্রেন বাতিল। কয়েকটি ট্রেনের সময়সীমা ও রুট পরিবর্তন করা হয়েছে।
১৬ জুন নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটিগামী প্যাসেঞ্জার ট্রেন বাতিল ছিল। ১৭ জুন গুয়াহাটি থেকে নিউ বঙ্গাইগাঁও যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনও বাতিল। নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি গামী প্যাসেঞ্জার ট্রেনও বাতিল
১৭ জুন আলিপুরদুয়ার-গুয়াহাটি সাইফুন এক্সপ্রেস ও গুয়াহাটি-আলিপুরদুয়ার এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়াও ১৭ জুন আলিপুরদুয়ার থেকে লুমডিংগামী ইন্টারসিটি এক্সপ্রেস গুয়াহাটি থেকে ছাড়বে। একটানা বৃষ্টির জেরে অসমের পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসও দেখা দিয়েছে। ধস নেমেছে জাতীয় সড়কেও। এই অবস্থায় আগামী কয়েকদিন অসম সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে মৌসম ভবন।
Comments are closed.