বিরোধীদের রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসাবে এবার যশবন্ত সিনহার নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, মঙ্গলবার শরদ পাওয়ারের ডাকা বিরোধীদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে যশবন্ত সিনহার নাম উঠে আসতে পারে। যশবন্ত সিনহা বর্তমানে তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি। ২০১৮ সাল পর্যন্ত তিনি বিজেপিতে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। এবার সেই বর্ষীয়ান রাজনীতিককেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে পারে বিরোধী জোট।
শরদ পাওয়ার, ফারুখ আব্দুল্লার পর রাষ্ট্রপতি পদ প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন গোপালকৃষ্ণ গান্ধী। সোমবার একটি বিবৃতি জারি করে প্রার্থী হতে চাননা বলে জানিয়েছেন মহাত্মা গান্ধীর পৌত্র। সেই সঙ্গে তাঁকে প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। পাশাপাশি তিনি বিবৃতিতে আরও বলেন, রাষ্ট্রপতি পদে এমন কাউকে নির্বাচন করা উচিত যিনি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জন্য কাজ করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মঙ্গলবার বিরোধী দলের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন শরদ পাওয়ার। তৃণমূলের তরফে সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিরোধীদের ওই বৈঠকেই যশবন্ত সিনহার নাম নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। প্রসঙ্গত এর আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দিল্লির কন্সটিটিউশন ক্লাবে বিরোধী দলগুলির বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠক থেকে মমতা ব্যানার্জি জানান, প্রায় সব দলই রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে শরদ পাওয়ারকে চাইছেন। যদিও শরদ পাওয়ার রাজি নন বলে জানান। যশবন্ত সিনহা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে রাজি হবেন কিনা এখন সেটাই দেখার
Comments are closed.