উনি অত্যন্ত মানবিক, মেধাতালিকাভুক্তদের নিয়োগে ১০০% চেষ্টা করবেন; অভিষেকের সঙ্গে বৈঠক শেষে জানালেন SSC আন্দোলনকারীরা
বৃহস্পতিবারই ফোনে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো শুক্রবার SSC আন্দলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক ব্যানার্জি। বৈঠক শেষে আন্দলনের অন্যতম মুখ শহীদুল্লাহ জানালেন, অভিষেক ব্যানার্জির ব্যানার্জির সঙ্গে বৈঠকে ইতিবাচক হয়েছে। ২০১৬ সালের এসএসসি মেধাতালিকায় থাকা প্রত্যেককে অভিষেক চাকরির আশ্বাস দিয়েছেন।
এদিন বিকেলে ক্যামাক স্ট্রিটের অফিসে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসুও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, উনি (অভিষেক ব্যানার্জি) অত্যন্ত মানবিক। উনি ১০০ শতাংশ চেষ্টা করবেন যাতে ২০১৬ সালের এসএসসি মেধা তালিকাভুক্ত সকলে নিয়োগ পায়। কেউ যাতে বঞ্চিত না হন। আন্দোলনকারীরা আরও জানান, আগামী ৮ আগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসুর বাসভবনে চাকরীপ্রার্থীরা আরও একটি বৈঠক করবেন। সেখানে এসএসসি’র চেয়ারম্যানও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এদিন ৫০২ দিনে পড়ল এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন। বৃহস্পতিবারই অভিষেক তাঁদের ফোন করেছিলেন। এদিন সেই মতো কুণাল ঘোষের নেতৃত্বে চাকরি প্রার্থীরা অভিষেকের সঙ্গে গিয়ে দেখা করেন।
Comments are closed.