একাধিক শূন্যপদে লোক নিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩২৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণটাই অনলাইনে হবে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন গ্রহণ শুরু হবে ৮/৮/২০২২ থেকে। এবং আবেদনের শেষ তারিখ ৮/৯/২০২২। অর্থাৎ আবেদনের জন্য আর এক মাস সময় পাবেন চাকরিপ্রার্থীরা। বিএসএফ-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। যদিও SC, ST এবং মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না। বিনামূল্যেই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৩২৩ টি শূন্যপদের মধ্যে হেড কনস্টল পদে ৩১২ জনকে নেওয়া হবে। এছাড়া স্টেনোগ্রাফার পদে ১১ টি শূন্যপদ রয়েছে। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। তবে স্টেনোগ্রাফার পদের জন্য অন্যান্য পরীক্ষার পাশাপাশি স্টেনোগ্রাফি পরীক্ষাতেও পাশ করতে হবে চাকরিপ্রার্থীদের।
Comments are closed.