মাধ্যমিক পাশেই BSF-এ চাকরির সুযোগ; কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত 

মাধ্যমিক পাশ, এবং ITI-এর ২ বছরের কোর্স করা থাকলেই বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরির সুযোগ পাবেন। জানা গিয়েছে, ১৪১০টি শূন্যপদে নিয়োগ করতে চলছে বিএসএফ। খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। এক নজরে নিয়োগ নিয়ে খুঁটিনাটি জেনে নিন।

আগ্রহী প্রার্থীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in-তে গিয়ে আবেদন করতে পারবেন। জানা গিয়েছে, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে অবেদন করতে হবে। এছাড়াও ইচ্ছুক প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক এবং দু’বছরের আইটিআই পাশ করতে হবে। এবং আবেদনকারীর বয়েস হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

শূন্যপদের মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য থাকছে ১৩৪৩টি শূন্যপদ। এবং মহিলাদের জন্য থাকছে, ৬৭টি শূন্যপদ। চাকরি প্রার্থীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখন নিজেদের নাম রেজিস্টার করে রাখতে পারেন। পরে বিজ্ঞপ্তি জারি হলে ফর্ম ফিলাপ করতে পারেন। নাম রেজিস্ট্রেসনের জন্য, ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম, ফোন নম্বর এবং ইমেল আইডি নথিভুক্ত করতে হবে।

Comments are closed.