সিঙ্গুরে শিল্প আসছে; বিনিয়োগ করতে চেয়ে রাজ্যের কাছে আবেদন ১০ সংস্থার 

সিঙ্গুর এবং শিল্প। রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত দুটি শব্দ। ৩৪ বছরের লাল দুর্গ পতনের নেপথ্যে অন্যতম অনুঘটক সিঙ্গুর। তৃণমূল ক্ষমতায় আসার পরেও প্রতি নির্বাচনেই সিঙ্গুর ইস্যু নিয়ে সরগরম হয়েছে ভোটের বাজার। এসবের মধ্যেই বড় খবর, সিঙ্গুরে বিনিয়োগ করতে চায় ১০ টি সংস্থা। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই তারা রাজ্যের কাছে আবেদন করেছে। 

জানা গিয়েছে, সিঙ্গুরে ৬.৩২ একর জমিতে শিল্প তালুক গড়ে তোলা হবে। আর সেখানেই শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ১০ টি সংস্থা। ইতিমধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে এই সংক্রান্ত প্রাথমিক আলোচনাও হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রায় কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী ওই ১০ টি সংস্থা। 

তৃতীয়বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তাঁর সরকারের মূল লক্ষ্য হবে শিল্পে পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়া। সেই মতো রাজ্যের শিল্প নীতিও ঢেলে সাজিয়েছেন। শিল্প নীতিতে একাধিক ছাড়াও দিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের জন্য। অনেকের মতে রাজ্যের এই তৎপরতাতে সাড়া মিলছে। সিঙ্গুর বিনিয়োগ হলে কর্মসংস্থানেরও বড় সুযোগ তৈরি হবে বলে আশাবাদী রাজ্য সরকার। 

Comments are closed.