দেশে খুব তাড়াতাড়ি চালু হচ্ছে 5G পরিষেবা। এই নিয়ে টেলিকম কোম্পানিগুলিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টেলিকম দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে দেশের ১৩ টি শহরে শুরু হচ্ছে 5G পরিষেবা।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, ১২ অক্টোবরের মধ্যে শুরু হয়ে এতে পারে 5G পরিষেবা। ১২ অক্টোবরের মধ্যে এই পরিষেবা শুরু হলে দীপাবলির ঠিক আগেই দেশে চালু হবে 5G পরিষেবা।
5G পরিষেবা প্রথমে যেসব শহরে চালু হচ্ছে। এরমধ্যে নাম আছে কলকাতাও। এছাড়াও আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বাই এবং পুনে শহরে শুরু হচ্ছে 5G পরিষেবা। শুধুমাত্র শহর নয়, গ্রামীণ ভারতেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হবে এই পরিষেবাকে বলেই জানিয়েছেন তিনি। উল্টে 4G-র থেকে ১০ গুণ বেশি স্পিড পাওয়া যাবে এই পরিষেবায়।
Comments are closed.