পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি, টুইট করে সমবেদনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অর্থ সাহায্য IMF-এর

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওই দেশে খাদ্য ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে। ঘর ছাড়া হাজার হাজার মানুষ। এই প্রেক্ষিতে টুইট করে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, পাকিস্তানে বন্যায় ধ্বংসযজ্ঞ দেখে দুঃখিত। হতাহতদের পরিবারের প্রতি এই প্রাকৃতিক দুর্যোগে আন্তরিক সমবেদনা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এই কামনা করি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের হাজার হাজার গ্রাম জলের তলায়। একই সঙ্গে অর্থনৈতিক সংকটে থাকা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের আবেদনের পর আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে শুরু করেছে প্রতিবেশী দেশে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) পাকিস্তান সরকারকে ১.১৭ বিলিয়ন ডলার সাহায্য করছে।

Comments are closed.