বহু বছর পর টেলিভিশনের রুপোলি পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেত্রী কে দেখা যাবে ‘কাদম্বরী আজও’ ছবিতে

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা তা বারবার প্রমাণ করে দেন জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ৮৫ বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেত্রী। স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা ধারাবাহিক কেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ধারাবাহিক কে তিনি ছিলেন পরিবারের বট বৃক্ষ। ছোট পর্দায় দেখা গেল বহুবছর তাকে রুপালি পর্দায় দেখা যায়নি। সেই ২০১৮ সালে ‘মাটি’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এবার আবারও সুখবর সাবিত্রী ভক্তদের জন্য। রুপালি পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। পরিচালক শর্মিষ্ঠা দেবের নতুন ছবি ‘কাদম্বরী আজও’ছবিতেই অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রীকে।

কাদম্বরী এই নামটা শুনলে আজও আমাদের বাঙ্গালীদের মনে অনেক কৌতুহল, অনেক প্রশ্ন জেগে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান এর সঙ্গে গুপ্ত প্রেমের গল্প আজও বাঙালি খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। কিন্তু কাদম্বরীর মধ্যে একাকীত্ব, চাপা অভিমান, না বলে অনেক কথা তাই কখনো এই নিয়ে বেশি চর্চা হয়নি। সেই থেকে কাদম্বরী ঠাকুর বাড়ির এক উপেক্ষিত নারী হয়ে থেকে গিয়েছিলেন। আর সেই কাদম্বরীর কথাই বলবে পরিচালক শর্মিষ্ঠা। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে। যাকে বর্তমানে আমরা কালার্স বাংলার ধারাবাহিক ইন্দ্রানীতে দেখতে পাচ্ছি। বর্তমান কাদম্বরীদের গল্পই বলবে অঙ্কিতা।

পরিচালক শর্মিষ্ঠা দেব জানিয়েছেন, ‘খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে তারই ছায়া,এই ছবি তারই কথা বলে।’

এই ছবিতে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রটি খুবই রোমাঞ্চকর এবং আকর্ষণীয়। এছাড়া ছবিতে অভিনয় করছেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য। অভিনেতা কেও বহু বছর পর আবার রূপালী পর্দায় দেখা যাচ্ছে। এই ছবিতে অভিনেতাকে একজন লেখকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সেই সময়ের কাদম্বরী বিষ খেয়ে নিজের মুক্তির পথ খুঁজে নিয়েছিল। কিন্তু বর্তমানের কাদম্বরী কিভাবে নিজের মুক্তির পথ খুঁজে নেবে, সেই নিয়েই গল্প। ছবিতে আরো অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায় প্রমুখ। আর ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে আদ্যা মা প্রোডাকশন হাউস। মূলত কলকাতা এবং উত্তরবঙ্গ মিলেই এই ছবির শুটিং হয়েছে। এই ছবি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় মুক্তি পাবে এই ছবি।

Comments are closed.