কয়লা কাণ্ডে ইডির বিরুদ্ধে করা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ বড়সড় স্বস্তিতে অভিষেক ব্যানার্জি। সোমবার সুপ্রিম কোর্টের তরফে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে, অভিষেকের বিদেশ যাত্রায় বাধা দেওয়া যাবে না। সেই সঙ্গে যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও নেওয়া যাবে না। অনেকের মতে, ইডির বিরুদ্ধে করা মামলায় এটি নিঃসন্দেহে অভিষেক ব্যানার্জিকে বড়সড় স্বস্তি এনে দিয়েছে।
এদিন মামলার শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তুষার মেহতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। চোখের চিকিৎসার জন্য অভিষেক ব্যানার্জি দুবাই যান। কয়লা কাণ্ডে তদন্ত চলাকালীন ইডির তরফে তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে।এর আগে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক ব্যানার্জি। অভিষেকের সেই মামলাতেও হাইকোর্টে ধাক্কা খায় ইডি। সেই সংক্রান্ত মামলাতেই সুপ্রিম কোর্টেও একই নির্দেশ বহাল থাকল।
উল্লেখ্য, শুক্রবারই সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি ছিল। কিন্তু ওইদিন শুনানি হয়নি। যদিও শুক্রবারও সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিচ্ছে , তখন অভিষেক ইডির জিজ্ঞাসাবাদের মুখে।
Comments are closed.