সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার ৯৬ তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা গুগলের। একটি ডুডল দিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছে গুগল। বৃহস্পতিবার ভূপেন হাজারিকার ৯৬তম জন্মবার্ষিকী। এদিন গুগল খুললেই ভূপেন হাজারিকাকে হারমোনিয়াম সহ দেখা যাচ্ছে। ভূপেন হাজারিকা শুধু সঙ্গীতশিল্পী ছিলেন না। তিনি ছিলেন কবি, গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা। বাংলা, হিন্দি, অসমীয়া সহ একাধিক ভাষায় গান গেয়েছিলেন তিনি।
২০১১ সালের ৫ নভেম্বর মৃত্যু হয় ভূপেন হাজারিকার। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর অসমের সাদিয়াতে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। বহু পুরস্কার পেয়েছেন তিনি। মাত্র ১০ বছর বয়সে সঙ্গীত জীবনের যাত্রা শুরু করেছিলেন হাজারিকা। তাঁর গানে বার বার উঠে এসেছে সুখ এবং দুঃখের গল্প, ঐক্য এবং সাহস, রোম্যান্স এবং একাকীত্ব এবং এমনকি দ্বন্দ্ব এবং সংকল্পের গল্প। ১৯৪৬ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫২ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করেন ভূপেন হাজারিকা।
Comments are closed.