ট্রেনের এসি ইকনমি ক্লাসে ফিরছে চাদর, কম্বল, বালিশ, নির্দেশিকা জারি ভারতীয় রেল বোর্ডের

রেলের শীততাপ নিয়ন্ত্রিত ইকনমি ক্লাসের বগিতে ফিরতে চলেছে চাদর, কম্বল। করোনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল শীততাপ নিয়ন্ত্রিত কামারায় চাদর, কম্বল ও বালিশ দেওয়া। বন্ধ হয়ে যায় জানলার পর্দাও। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের পুরনো নিয়ম ফিরে আসছে। বৃহস্পতিবার রেল মন্ত্রক ও রেল বোর্ড যৌথভাবে জানিয়ে দিয়েছে, ফের পুরনো নিয়ম ফিরে আসছে। ওইদিন দেশের সব রেলওয়ে জোনকে বিজ্ঞপ্তি পাঠিয়ে পুরনো পরিষেবা ফিরিয়ে আনার কথা জানানো হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে মিলবে এই সুবিধা।

২০২০ সালে ১১ মে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, করোনার কারণে ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত বগিতে তুলে দেওয়া হবে বালিস, কম্বল ও চাদর। এরপর ২০২১ সালে ফের একটি বিজ্ঞপ্তি দিয়ে ওই পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়। অবশেষে জানা গেল ফিরছে পুরনো নিয়ম। এবার দেওয়া হবে বালিস, কম্বল ও চাদর।

তবে করোনার সময় রেল বালিস, চাদর ও কম্বল না দিলেও অনেক বড় স্টেশনে যাত্রীরা টাকা দিয়ে এই পরিষেবা পাচ্ছিলেন। একবার ব্যবহার করেই ফেলে দেওয়া যায় এমন ব্যাগ, টুথপেস্ট, টুথব্রাশ, চুলে মাখার তেল, চিরুনি, স্যানিটাইজার, পেপারসোপ এবং টিস্যু পেপার দেওয়া হচ্ছিল। করোনার জন্য এই কিট কেনার পর তা আর রেলকে ফেরত দিতে হচ্ছিল না।

Comments are closed.