শেষ হতে চলছে করোনা! জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO

শেষ হতে চলেছে কোভিড অতিমারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর মতে গোটা বিশ্বে কমে যাচ্ছে কোভিড সংক্রমণের হার। হু-এর প্রধান জানিয়েছেন, করোনা শেষ হতে চলছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার সবথেকে কম।

২০২০ সালে মার্চ মাসের পর এই প্রথম কোভিড সংক্রমণের হার এত কম। আমেরিকা-ইউরোপের মতন দেশগুলিতে আগেই ঘোষণা করা হয়েছে, করোনাকে সঙ্গে নিয়ে চলতে হবে। কোভিডের নতুন উপজাতি ওমিক্রন সংক্রমিত হচ্ছেন অনেকে। কিন্তু হু-এর বার্তা করোনার নতুন উপজাতি নিয়ে ভয়ের কোনও কারণ নেই। কারণ সারা বিশ্বে কমছে সংক্রমণের হার।

উল্লেখ্য, বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৬১ কোটি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।  আর মারা গিয়েছেন প্রায় ৬৪ লক্ষ মানুষ। ২০২০ সালে করোনা মারত্মক ভাবে ছড়িয়ে পড়ে। ২০২১ সালে তৃতীয় ঢেউয়ের পর ২০২২ সালে চতুর্থ ঢেউ আছড়ে পড়ে। হু এর দাবি এখন সংক্রমণের হার অনেকটাই কমেছে।

Comments are closed.