উত্তরাখণ্ডে তুষারঝড়ের কবলে ২৯ জন শিক্ষার্থী পর্বতারোহী, মৃত কমপক্ষে ১০, শোকপ্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে তুষারধসে আটকে পড়েছেন ২৯ জন পর্বতারোহী। তাঁদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও আটকে রয়েছেন অনেকে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।
মঙ্গলবার সকালে এই ঘটনার পর উদ্ধারকাজে নামে সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। তুষার ঝড়ের কবলে পড়া পর্বতারোহীর উত্তরাখণ্ডের নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (নিম)-এর শিক্ষার্থী বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, গঢ়ওয়াল হিমালয়ের দ্রৌপদী কা ডান্ডা শিখরের কাছে তুষারধস নামে। ১৬ হাজার ফুট উঁচুতে তুষারধসের খবর পাওয়া মাত্র নামানো হয় বায়ুসেনার কপ্টার। জানা যাচ্ছে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। জানা গিয়েছে, দুর্গম জায়গা হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
Comments are closed.