কেদারনাথে প্রধানমন্ত্রী, হিমাচল প্রদেশের মহিলাদের উপহার ‘চোলা ডোরা’ পরে প্রতিশ্রুতি রাখলেন নরেন্দ্র মোদী
শুক্রবার ষষ্ঠবারের জন্য কেদারনাথে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি নিজেই টুইটারে পোস্ট করলেন মোদী। দুদিনের উত্তরাখণ্ড সফরে গিয়েছেন মোদী। শুক্রবার সকালেই কেদারনাথ যান তিনি। এদিন মোদী টুইটে লেখেন, আমি শ্রী আদি শঙ্করাচার্যের সমাধিতে গিয়েছিলাম। কেদারনাথে পুনরুদ্ধারের কাজে কর্মরত শ্রমজীবীদের সঙ্গেও আমার দেখা করার সুযোগ হয়েছিল। তাঁদের সঙ্গে কাটানো ছবিও পোস্ট করেন তিনি।
মন্দিরে প্রার্থনা সেরে ভ্রমণ করলেন বদ্রিনাথ। তবে এদিনের সফরের মূল লক্ষ্য ছিল গৌরীকুন্ড-কেদারনাথ রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর করা। ৯.৭ কিলোমিটার দীর্ঘ গৌরীকুন্ড-কেদারনাথ রোপওয়ের পথ। এই রোপওয়ের মাধ্যমে গৌরীকুন্ড থেকে ৩০ মিনিটে পৌঁছে যাওয়া যাবে কেদারনাথে। দুদিনের এই সফরে আরও কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মোদীর। বৃহস্পতিবারই দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ছাড়াও অনেকে।
শুক্রবার হিমাচলি পোশাক পরেই কেদারনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী। হিমাচলের মহিলাদের তৈরি ওই পোশাকের নাম ‘চোলা ডোরা’। এছাড়াও হিমাচলের বিশেষ টুপিও পরেছিলেন তিনি। হিমাচল প্রদেশের চাম্বা মহিলাদের কাছে ওই উপহার পেয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠান্ডার কোনও জায়গায় গেলে এই পোশাক তিনি পরবেন।
গত ১৮ অক্টোবর কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের কাছে গড়ু চটিতে ভেঙে পড়ে একটি কপ্টার। এই ঘটনায় মৃত্যু হয় দুই পাইলট সহ ৬ পুণ্যার্থীর। খারাপ আবহাওয়ার জন্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছিল।
Comments are closed.