গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের পর ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গেলেন হাসপাতালেও

গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনার পর সেখানে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন সেখানকার আধিকারিকদের সঙ্গে। পুরো ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এই দুর্ঘটনায় যাঁরা হসপিটালে ভর্তি রয়েছেন, তাঁদের দেখতে যান মোদী।

এদিন মোদীর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রবিবার মোরবিতে মচ্ছু নদীর ওপর সন্ধ্যেবেলায় ভেঙে পড়ে ঝুলন্ত সেতু। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৩৬। উদ্ধারকাজ এখনও চলছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার এক বাসিন্দার। পূর্ব বর্ধমানের বাসিন্দা সে।

জানা গিয়েছে, মোরবিতে চিকিৎসা চলছে আরও এক বাংলার বাসিন্দার। ঘটনায় ইতিমধ্যেই বিরোধিদের কোপের মুখে পড়েছে গুজরাত সরকার। ব্রিজ মেরামতির জন্য ৬ দিন বন্ধ থাকার পর খুলে যায়। আর এরপরেই হয় দুর্ঘটনা। জানা গিয়েছে, ব্রিজ খোলার অনুমতি ছিল না। তবুও কার অনুমতিতে খোলা হল ব্রিজ। উঠছে সেই প্রশ্ন। বেশি সংখ্যক মানুষ ব্রিজে উঠেছিল বলেই অভিযোগ উঠে আসছে।

ব্রিজে বড়দের জন্য টিকিটের মূল্য ১৫ টাকা আর ছোটদের জন্য ১০ টাকা। কিন্তু সেইদিন বড়দের জন্য নেওয়া হয় ১৭ টাকা আর ছোটদের জন্য ১২ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

 

 

Comments are closed.