সময়ের আগেই ৫০ লক্ষ বাড়িতে নলবাহিত জল, নতুন রেকর্ড বাংলার

বেঁধে দেওয়া সময় সীমার আগেই গ্রামীণ এলাকার ৫০ লক্ষ বাড়িয়ে নলবাহিত জল পৌঁছে দিতে পেরেছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। রাজ্যের দাবি, কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেওয়ার কাজে নজির গড়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। নবান্ন সূত্রে খবর, রাজ্যের কাজে খুশি কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকও। 

জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে খবর, রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রায় ৫০ শতাংশ বাড়িতে নলবাহিত জল পৌঁছে গিয়েছে। নদিয়া জেলার গ্রামগুলোতে প্রায় ৫০%-এর বেশি বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে বলে দাবি সংশ্লিষ্ট দফতরের। এছাড়াও বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের মতো জেকগুলোতেও প্রায় ৫০% এর কাছাকাছি ঘরে নলবাহিত জল পৌঁছে গিয়েছে বলে দাবি করা হয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৬০ লক্ষ ঘরে পরিষেবা পৌঁছে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে পঞ্চায়েত ভোটের আগেই গ্রামীণ এলাকায় ব্যাপক সংখ্যায় এই পরিষেবা পৌঁছে যাবে বাড়ি বাড়ি। 

Comments are closed.