আমেরিকার ইন্টার মিয়ামিতে যোগ দেবেন মেসি? আর্জেন্টিনার তারকাকে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় করার আশা ইন্টার মিয়ামির
রোনাল্ডোর পর এবার মেসি। দল বদল করতে পারেন মেসি। এমনই খবর শোনা যাচ্ছে। ব্রিটেনের দ্য টাইমস সূত্রে খবর, ফ্রান্সের দল প্যারিস সঁ জরমঁ ছেড়ে আমেরিকার ইন্টার মিয়ামিতে যেতে পারেন লিওনেল মেসি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি মেসি। তিনি এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত রয়েছেন। দেশকে বিশ্বকাপ এনে দেওয়া ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাইছেন না।
ফ্রান্সের এই ক্লাবের সঙ্গে মেসির চুক্তি এই মরশুম পর্যন্ত। এই চুক্তি দুপক্ষ চাইলে আরও ১ বছর বাড়তে পারে। অন্যদিকে ব্রিটেনের দ্য টাইমস সংবাদ মাধ্যম সূত্রের খবর, আমেরিকার ইন্টার মিয়ামি বিপুল পরিমাণে টাকা দিয়ে মেসিকে কিনতে চাইছে। ইন্টার মিয়ামির প্রেসিডেন্ট পার লটন ও মালিক ডেভিড বেকহ্যাম কথা বলেছেন মেসির সঙ্গে। পাশাপাশি ফ্রান্সের প্যারিস সঁ জরমঁ চেষ্টা করবে মেসিকে আরও এক বছর রেখে দেওয়ার।
গত বছর বার্সেলোনা ছাড়েন মেসি। ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা করে বার্সেলোনা। সেইসময় মেসি আবেগপ্রবন হয়ে জানিয়েছিলেন, আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কয়েক বছর পর এখানে ফিরে আসব। এটা আমার বাড়ি। আমার ঘর। আমি বিদায় বলতে চাই যেখানে পুরো জীবনটা কাটিয়েছি। এরপর ফ্রান্সের দল প্যারিস সঁ জরমঁ-এ যোগ দেন তিনি।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেন, ১০টি লা লিগা শিরোপা জেতেন, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন। বিশ্বকাপে ইতিমধ্যে ২১ টি ম্যাচ খেলে ৮ টি গোল করেছেন মেসি। মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন তিনি।
Comments are closed.