পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক মানসিকতা গড়ে উঠুক, এই লক্ষ্যেই কাজ শুরু করল বেদান্ত কলেজ, কলকাতা। প্রথাগত নিয়মে শুধু সিলেবাসের পড়াশোনাই নয়, নানান ভাবে পড়ুয়াদের আরও বিজ্ঞান আগ্রহী করতে উদ্যোগ নিয়েছে বেদান্ত কলেজ। শুক্রবার সেই লক্ষ্যেই কলেজের তরফে একটি বিজ্ঞান প্রদর্শনী এবং ক্যুইজের আয়োজন করা হয়েছিল।
বেদান্ত কলেজের অধ্যক্ষা কীর্তি সিং এই প্রসঙ্গে জানিয়েছেন যে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের মোট ১৬টি স্কুলের পড়ুয়ারা এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পাশাপাশি এদিনের বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীতে চিকিৎসাবিজ্ঞান, কৃষি-উৎপাদন, খাদ্যসুরক্ষা, শক্তির উৎস, পরিবেশ সংরক্ষণ, বিপর্যয় মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, দৈনন্দিন জীবনে গণিত এবং রসায়ন নিয়ে মোট ২৫টি মডেল প্রদর্শিত হয়। আয়োজকদের কাছ থেকে জানা গিয়েছে, আশেপাশের ৩০টি স্কুল, কলেজের ছাত্রছাত্রী এদিনের প্রদর্শনীতে এসেছিল। কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আগত পড়ুয়াদের সামনে প্রদর্শনীর মডেল দেখান এবং সে সম্পর্কে ব্যাখ্যাও দেন। এদিনের অনুষ্ঠানের আরও এক আকর্ষণীয় দিক ছিল, এদিন পড়ুয়াদের সমানে ৫ টি বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার হাতে কলমে দেখানো হয়।
কলেজের অধ্যক্ষা কীর্তি সিংয়ের উপস্থিতিতে প্রদীপ-প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ এবং ভূবিজ্ঞান বিশেষজ্ঞ বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানের পর অধ্যাপক দুয়ারী উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে ‘জ্যোতিঃপদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান’-শীর্ষক একটি বক্তৃতাও দেন। বেদান্ত’র অন্যান্য শাখার ছাত্রছাত্রীদের জন্য ভার্চুয়ালি প্রফেসর দুয়ারীর বক্তব্য শোনানো হয়।
এদিনের আয়োজন নিয়ে কলেজের অধ্যক্ষার দাবি, “প্রদর্শনীকে কেন্দ্র করে যে ব্যাপক সাড়া তাঁরা পেয়েছেন তাতে তাঁরা অভিভূত। পাশাপাশি বেদান্ত কলেজের শিক্ষার্থীদের সৃজনশীলতা আবিষ্কার করার জন্যও এই প্রদর্শনী বিশেষ ভূমিকা পালন করেছে।” শিক্ষার্থীদের বিজ্ঞান চেতনা বৃদ্ধিতে আগামী দিনেও বেদান্ত কলেজ এই ধরণের আরও উদ্যোগ নেবে বলে তিনি জানান।
Comments are closed.