নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে, এটা গণতন্ত্রের উৎসব, গুজরাতে ভোট দিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গুজরাতে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গুজরাতে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। ৯৩ টি সনে চলছে ভোটগ্রহণ। আর এইদিন আহমেদাবাদের রনিপে নিশাল পাবলিক স্কুলে ভোট দিলেন প্রধানমন্ত্রী। সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাঁকে।
এদিন ভোট দিয়ে বেরিয়ে এসে মোদী বলেন, গুজরাতে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করার জন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। ভোটারদের ধন্যবাদ জানান। বলেন, এটা গণতন্ত্রের উৎসব।
ভোট দিতে যাওয়ার সময় মোদীকে দেখে রাস্তার দুদিকে সারি হিয়ে দাঁড়িয়ে পড়েন উৎসুক জনতা। তাঁকে দেখেই মোদী মোদী স্লোগান দিতে দেখা যায়। উল্লেখ্য, গুজরাতে মোট ১৮২ টি আসন। প্রথম দফায় ভোট হয় ৮৯ টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হচ্ছে ৯৩ টি আসনে। এদিন ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে ভোট দেওয়ার চিহ্ন হিসেবে আঙুলে কালির ছাপ দেখা যায় প্রধানমন্ত্রীর।
Comments are closed.