সুইৎজারল্যান্ডকে ৬–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখালেন পর্তুগালের নতুন নায়ক গনসালো রামোস।
ম্যাচের ১৭ মিনিটে মাথায় প্রথম গোল করেন রামোস। বাম পায়ের শটে বল জালে পাঠান রামোস। ৩৩ মিনিটে গোল করেন পেপে। হেডে দুরন্ত গোল করে ২–০ করেন পেপে। ৫১ মিনিটে রামোসের হাত ধরে আবার গোলের ব্যবধান বাড়ায় পর্তুগিজ দল।
৫৫ মিনিটে পর্তুগালের হয়ে চতুর্থ গোল করেন রাফায়েল গুয়েরেইরো। ৫৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সুইৎজারল্যান্ডের হয়ে গোল করেন অ্যাকেঞ্জি। ৬৭ মিনিটে ফের রামোসের গোল। কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসে নাম তুলে ফেলেন ২১ বছর বয়সী এই তরুণ ফুটবলার।
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি–কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে খেলতে নামেননি রোনাল্ডো। কিন্তু ৭৪ মিনিটের মাথায় রামোসকে তুলে নিয়ে রোনাল্ডোকে নামান পর্তুগিজ কোচ স্যান্টোস। ৮৪ মিনিটের মাথায় গোল করেন সি আর সেভেন। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। কিন্তু পর্তুগালের হয়ে ষষ্ঠ গোল করে রাফায়েল লেয়াও। ব্যবধান হয় ৬-১।
Comments are closed.