রেফারির যোগ্যতা নিয়েই ফিফাকে কড়া বার্তা মেসির; ম্যাচ জিতেও লাহোজকে নিয়ে ক্ষুব্ধ এলএম টেন

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। একটি রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালের সাক্ষী থাকল গোটা বিশ্ব। মেসির পায়ের জাদু, শেষ ১০ মিনিটে নেদারল্যান্ডের ফিরে আসা। এবং সর্বপরি আর্জেন্টিনার জয়ের অন্যতম কাণ্ডারি নীল সাদা ব্রিগেডের গোল রক্ষক। তবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলিও বেশ ক্ষুব্ধ এলএম-১০। কড়া ভাষায় স্পেনের রেফারি মাতেউ লাহোজের সমালোচনা করছেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে মেসির প্রতিক্রিয়া, “রেফারিকে নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু ফিফার ভেবে দেখা উচিত, এই ধরণের ম্যাচে এরকম রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কিনা?  তারপরেই মেসির বিস্ফোরক মন্তব্য, এমন রেফারিকে দায়িত্ব দেওয়াই উচিত নয়, যে কাজটার যোগ্য নয়। 

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোট ১৫টি হলুদ কার্ড দেখিয়েছেন মাতেউ লাহোজ। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ম্যাচ চলাকালীনও দেখা গিয়েছে, একাধিকবার দু’দলের খেলোয়াড়দের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়েছেন ম্যাচের রেফারি। এসবের মাঝেই রেফারিকে নিয়ে করা মেসির মন্তব্য নিয়ে ফের একবার শিরনামে স্পেনের রেফারি। 

যদিও লাহাজকে নিয়ে মেসি এই প্রথম অভিযোগ করছেন না। এর আগেও ২০২০-তে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে জার্সি খুলে ছিলেন মেসি। মারাদোনাকে শ্রদ্ধা জানাতেই এমনটা করেছিলেন বলে দাবি লিও’র। যার ফলে সে সময় মেসিকে হলুদ কার্ড দেখতে হয়। ওই ম্যাচেরও দায়িত্বে ছিলেন লাহোজ। এছাড়াও লা-লিগায় ২০১৩-১৪ মরশুমে মেসির গোল বাতিল করেছিলেন সেই লাহোজ। লাহোজের যোগ্যতা নিয়ে তাঁরা যে শুরু থেকে আশঙ্কা করেছিলেন এদিন সে কথাও সাফ জানিয়েছেন লিও। বলেন, রেফারির নাম শুনে আমরা শুরু থেকেই আশঙ্কিত ছিলাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এধরণের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়।    

Comments are closed.