আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছেই! মেসির ডান পায়ের নতুন ট্যাটু কিন্তু তাই বলছে 

৩৬ বছর পর কি তাঁর নেতৃত্বে সোনার ট্রফি আসছে আর্জেন্টিনায়? আর্জেন্টাইনরা তো বটেই সারা বিশ্বের মেসি ভক্তরাও এখন সেদিকেই তাকিয়ে। সামনে রয়েছে আর দুটি ম্যাচ। জয় পেলেই সেই বহু কাঙ্খিত বিশ্বকাপ। মঙ্গলবার মাঝরাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমী ফাইনালে  নামছে নীল সাদা ব্রিগেড। তার আগে দৃশ্যত আত্মবিশ্বাসী দেখালো অধিনায়ক লিওনেল মেসিকে। এবার বিশ্বকাপ নিতেই যেন তাঁরা কাতারে এসেছেন। তাঁর ডান পায়ের নতুন ট্যাটু অন্তত তাই বলছে। যা ইতিমধ্যেই নেট পাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল। 

সেমি ফাইনালে ওঠার পরেই ডান পায়ে একটি নতুন ট্যাটু করিয়েছেন  লিও। যেখানে দেখা যাচ্ছে হাতে বিশ্বকাপ এবং পাশে লেখা কাতার ২০২২। মেসির এই নতুন ট্যাটু চোখ এড়ায়নি সংবাদ মাধ্যমের। যদিও স্বভাবে চুপচাপ মেসি এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু মেসি ঘনিষ্ঠরা অনেকেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এবার তাঁর শেষ বিশ্বকাপ। দল হিসাবে আর্জেন্টিনাও দারুন ফর্মে রয়েছে। সব মিলিয়েই কাপ জয় নিয়ে আত্মবিশ্বাসী লিও। যারই প্রতিফলন ঘটেছে ফুটবল তারকার ওই ট্যাটুতে। 

কাতার বিশ্বকাপে মেসিকেও দেখা গিয়েছে অন্য মেজাজে। মাঠে তো বটেই মাঠের বাইরেও তিনি যেন অচেনা। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর যেভাবে বিপক্ষের কোচকে কথা শুনিয়েছেন। সংবাদমাধ্যমের সামনেও যেভাবে বিপক্ষের খেলোয়াড়কে ধমক দিয়েছেন, রেফারিকে একহাত নিয়েছেন। অনেকের মতে কাতারে মেসি যেন অনেক বেশি রাফ এন্ড টাফ। শুধু খেলা নয় দলের নেতৃত্বের ক্ষেত্রেও কড়া অবস্থান নিচ্ছেন। মেসির ডান পায়ের ট্যাটু আদৌ সত্যি হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে সারা বিশ্বের এলএম টেন ভক্তরা। 

Comments are closed.