লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ‘উই কার্ড’, ১ সপ্তাহের মধ্যে আবেদন জমা পড়েছে ১০ হাজারের বেশি

ক্ষমতায় এলেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মত শিলং-এ ‘উই কার্ড’ এর কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইমত ১ সপ্তাহের মধ্যে এই পরিষেবা পাওয়ার জন্য ১০ হাজারের বেশি আবেদন পত্র জমা পড়েছে। মেঘালয়ে ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ১০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি।

কয়েকদিন আগে মেঘালয় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জাতীয় স্তরে সংগঠন মজবুত করার লক্ষ্যে তৃণমূলের সর্বভারতীয় সাদারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে মেঘালয় সফয়ে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ‘উই কার্ড’ চালু কথা। তিনি জানান, এই রাজ্য আগামী দিনে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

প্রসঙ্গত আগামী বছর মেঘালয়ে বিধানসভা নির্বাচন। এর আগে মুখ্যমন্ত্রীর মেঘালয় সফরে গিয়ে ‘উই কার্ড’ চালু প্রতিশ্রুতি যথেষ্ঠ গুরূত্বপূর্ণ। এতটাই সাড়া পেয়েছে যে, এক সপ্তাহে ১০ হাজারের বেশি মহিলা আবেদন করেছেন।

উল্লেখ্য, বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের কথা জানিয়েছিলেন। সেইমত বাংলায় চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে ২৫ বছরের উর্দ্ধে এবং ৬০ বছরের নীচে সব মহিলা মাসিক ৫০০ টাকা করে পান। তপশিলিরা ও উপজাতিদের দেওয়া হয় ১০০০ টাকা করে। তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পরই বাইরের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। আগামী বছর ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে। মহিলা উন্নয়নের জন্য ‘উই কার্ড’ পরিষেবা চালু করার কথা দিয়েছে তৃণমূল।

Comments are closed.