ফাইনালে এমবাপের হ্যাটট্রিক-সহ ৪টি গোলের পরেও পরাজিত ফ্রান্স, ‘তোমাদের জন্য আমি গর্বিত’, মাঠে নেমে সাত্ত্বনা ফরাসী প্রেসিডেন্টের
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে ফ্রান্স। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে ফ্রান্স। ফাইনালে হ্যাটট্রিক-সহ মোট ৪টি গোল করেন এই ফরাসি স্ট্রাইটার কিলিয়ান এমবাপে। কিন্তু হারের পর ভেঙে পড়েন তিনি। সেইসময় মাঠে নেমে এমবাপেকে সাত্ত্বনা দেন ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ম্যাচ শেষে এমবাপেকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে। পিঠে হাত দিয়ে কথা বলেন এমবাপের সঙ্গে। একটি টুইটও করেন তিনি। সেখানে লেখেন, তোমাদের জন্য গর্বিত। পাশাপাশি আর্জেন্টিনাকে অভিনন্দন জানান তিনি। সেই টুইটে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ফ্রান্সের ড্রেসিং রুমে গিয়ে ফুটবলারদের পেপ টক দিচ্ছেন প্রেসিডেন্ট।
Fiers de vous. pic.twitter.com/9RMjIGMKGU
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2022
পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা যায় ফরাসী প্রেসিডেন্টকে। সেখানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলিঙ্গন করেন। বলেন, তোমরা অসাধারণ খেলেছো, তোমাদের জন্য আমি গর্ব বোধ করছি।
উল্লেখ্য, রবিবার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে পরপর ২টি গোল করেম এমবাপে। ফরাসি স্ট্রাইকার এমবাপের দুর্দান্ত পারফরমেন্স দেখে গ্যালারিতে বসে থাকা ফরাসী প্রেসিডেন্ট লাফিয়ে ওঠেন। অতিরিক্ত সময়ের খেলায় আরেকটি গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ১১৮ মিনিটের মাথায় আবারও গোল করেন এমবাপে। শেষমেশ টাইব্রেকারে ৪-২ গোল হেরে যায় ফ্রান্স। টাইব্রেকারে যদিও গোল করেন এমবাপে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করায় তিনি পেয়েছেন সোনার বুটও।
Comments are closed.