গাড়ির সমস্ত গতিবিধি জানা যাবে, ট্রাফিকের হাল হকিকতও বোঝা যাবে। সৌজন্যে দুটি সিম কার্ড। নাম সিম কার্ড হলেও মোবাইলে ব্যবহৃত সিমের থেকে এগুলির প্রযুক্তি আলাদা। এবার সেই সিম কার্ডই বসানো হবে রাজ্যের সব যানবাহনে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পরিবহন দফতর। জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি নতুন এই প্রযুক্তির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আগামী ৯ জানুয়ারি আলিপুরে পরিবহন দফতরের পার্কিং প্লেসে মুখ্যমন্ত্রী এই পরিষেবার উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহনমন্ত্রী এবং পরিবহন দফতরের অন্যান্য আধিকারিকরা। পুরোপুরি এই পরিষেবা চালু হলে যাত্রিবাহী গাড়ির গতিবিধিও যেমন ট্র্যাক করা যাবে একই সঙ্গে যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও এই পরিষেবা বড়সড় ভূমিকা নেবে বলে মত পরিবহন দফতরের কর্তাদের।
ভেহকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বা ভিএলটিডি পরিষেবা কাজ করবে মূলত দুটি সিম কার্ডের মাধ্যমে। একটি সিম কার্ডেই গাড়ির গতিবিধি নজর রাখা যাবে। তবে প্রথম সিমকার্ড যদি কোনও ভাবে নষ্ট হয়ে যায় তাহলে সয়ংক্রিয়াভাবে দ্বিতীয় সিম কার্ডটি চালু হয়ে যাবে। এর ফলে কোনও ভাবেই গাড়িটি সার্ভেলেন্সর বাইরে যাবে না। পরিবহন দফতর সূত্রে খবর, ১২টি বেসরকারি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষার জন্যও বেশকিছু গাড়িতে সিম লাগানো হয়েছে।
উল্লেখ্য, গাড়িতে এই ট্র্যাকিং ডিভাইস লাগানোর জন্য মাসখানেক আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। তখন পরিবহন দফতরের তরফে বলা হয়েছিল, ১ ডিসেম্বরের মধ্যে সমস্ত বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস লাগিয়ে ফেলতে হবে। যদিও উপযুক্ত পরিকাঠামোর অভাবে তা করা যায়নি। পরিবহন দফতরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে এই পরিষেবা কার্যকরী হবে। ৩১ মার্চের মধ্যে সমস্ত বেসরকারি গাড়িতে এই ডিভাইস লাগানোর কাজ শেষ করতে হবে।
Comments are closed.