বাবার পর এবার ছেলে। এবার ক্রশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে ফুটবলপ্রেমীদের নজরে। বাবার উত্তরসূরী হতে চলেছে বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। ছেলেও এবার সাংবাদিকদের শিরোনামে।
জুনিয়র রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমিতে ফিরেছেন। বাবার মতন তারকা ফুটবল হয়ে ওঠার সব গুন রয়েছে ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের। অনুর্দ্ধ ১৪ এর খেলাতে মাঠে নেমেছিলেন রোনাল্ডোর ছেলে। সে ২০ টি ম্যাচ খেলেছে। আর ২০ টি ম্যাচেই ৫০ টি গোল করে ফেলেছে। এক সময় রিয়াল মাদ্রিদে খেলে যাওয়া ক্লাবে রোনাল্ডোর ছেলেকে পেয়ে খুশি রিয়াল মাদ্রিদ ক্লাব। উল্লেখ্য, সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন সিআরসেভেন। সিআরসেভেন সৌদি আরবের ক্লাবে সই করেছেন শোনার পর থেকেই আল নাসের ক্লাবের ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছে বহুগুণে।
বিশ্বকাপের পর রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলন করতে দেখা যায়। সেই সময় রোনাল্ডোর আল নাসেরে যোগ দেওয়া নিয়ে আলোচনা চলছিল। এরপরেই জানা যায় আল নাসেরে যোগ দিচ্ছেন রোনাল্ডো। পর্তুগালের মহাতারকা আল নাসেরে যা রোজগার করবেন, তা মেসি এবং নেইমারের যৌথ রোজগারের প্রায় সমান। রোনাল্ডো জানিয়েছেন, আমি অনন্য ফুটবলার।নতুন জার্সি গায়ে দিয়ে ভাল পারফর্ম করার আশায় রয়েছেন তিনি।
Comments are closed.