সব জায়গায় দেখবেন একটাই মুখ, যেন উনিই সব দিয়েছেন; বঞ্চনার অভিযোগ তুলে মোদীকে তীব্র কটাক্ষ মমতার 

ফের একবার রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রকে ঝাঁজালো আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে নাম না করে প্রধানমন্ত্রীকে তাঁর কটাক্ষ, সব জায়গায় দেখবেন একটাই মুখ। যেন উনিই সব দিয়েছেন।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সভা ছিল। বঞ্চনার অভিযোগ তুলে এদিন কেন্দ্র তথা বিজেপিকে একের পর এক তোপ দেগেছেন তিনি । আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, সব জায়গায় দেখবেন একটাই মুখ। যেন উনিই সব দিয়েছেন। উনি রেশন দিয়েছেন, খাবার দিয়েছেন। তাহলে নোটবন্দি বা কোভিডে যে মৃত্যু হয়েছে সেখানেও ওনার ছবি দেওয়া হোক।

এদিন রাজ্যের বকেয়া নিয়ে হুঁশিয়ারি সুরে তৃণমূল সুপ্রিম বলেন, আমি দেখতে চাই এটা কতদিন চলে। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক আমি নই। নিজেদেরটা বুঝে নেব আমরা। এরপরেও যদি কেন্দ্র রাজ্যের প্রাপ্য না মেটায়, আমরা আমাদেরটা বুঝে নেব। কী করে বুঝতে হয় দেখে নেব।

কেন্দ্রের বিরুদ্ধে এদিন ফের একবার রাজ্যের প্রাপ্য না দেওয়ার অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী। বলেন, ১০০ দিন সহ একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা আটকে রেখেছে। রাজ্যের করের টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ প্রাপ্য টাকা দিচ্ছে না।

Comments are closed.