এক ম্যাচে ৫ গোল, মেসি বিহীন পিএসজি’তে রেকর্ড এমবাপের 

একটি,দুটি নয় এক ম্যাচে পাঁচটি গোল করলেন কাতার বিশ্বকাপের সর্বচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে। কুপে দ্য ফ্রান্স লিগে দ্বিতীয় রাউন্ডে পায়েস দ্য ক্যাসলকে ৭-০তে হারিয়েছে পিএসজি। এদিনের ম্যাচে নেমার খেললেও, বিশ্রামে ছিলেন লিও মেসি। এর আগে পিএসজি’র জার্সিতে পাঁচটি গোলের রেকর্ড কোনও খেলোয়াড় নেই। আর মেসি বিহীন ম্যাচে সেই ইতিহাসই গড়লেন এমবাপে। 

ম্যাচের বয়স যখন ২১ মিনিট প্রথম গোল করেন এমবাপে। এরপর ৩৪ এবং ৪০ মিনিটে পরপর গোল করেন ফরাসি তারকা। ম্যাচের প্রথম অর্ধেই হ্যাট্রিক করে ফেলেন এমবাপে। এরপর দ্বিতীয় অর্ধে যথাক্রমে ৫৬ এবং ৭৯ মিনিটে দুটি গোল করে পাঁচ গোলের রেকর্ড করে ফেলেন ২৪ বছরের এমবাপে। 

ম্যাচে এমবাপে ছাড়াও গোল করেছেন নেমার এবং কার্লোস সোলের। ৩৪ মিনিটের মাথায় গোল করেন নেমার এবং দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় গোল করেন কার্লোস। উল্লেখ্য, এর আগে বার্সেলোনার জার্সিতে পাঁচটি গোলের রেকর্ড রয়েছে মেসির। 

Comments are closed.