জয়ী হয়েই ক্ষান্ত নয়, এবার বিশ্বকাপ আয়োজনও করতে চায় আর্জেন্টিনা; সঙ্গী আরও ৩ দেশ 

২০৩০-এ একশো বছর পা দেবে বিশ্বকাপ। আর শতবর্ষে বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা। উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলির সঙ্গে হাত মিলিয়ে ফিফার কাছে বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়েছে মারাদোনা-মেসির দেশ। 

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। দাবি জানানো চারটি দেশের মধ্যে একমাত্র প্যারাগুয়ে ছাড়া তিনটি দেশই এর আগে বিশ্বকাপের আয়োজন করেছে। দক্ষিণ আমেরিকার চারটি দেশ ইতিমধ্যেই নিজেদের দাবির সমর্থনে প্রচার শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, ২০৩০-এর বিশ্বকাপ আয়োজনের জন্য তিন মহাদেশের মধ্যে লড়াই হতে পারে। দক্ষিণ আমেরিকা বাদেও ইউরোপ থেকে বিশ্বকাপ আয়োজনের যৌথ ভাবে দাবি করেছে, স্পেন এবং পর্তুগাল। এছাড়াও এশিয়ার দুই দেশ মরক্কো এবং সৌদি আরবও ফিফার কাছে দাবি জানিয়েছে। 

৩৬ বছর পর আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ এসেছে। যা নিয়ে এখনল গোটা দেশ উচ্ছাসিত। এই আবহে সেই দেশের ফুটবল কাঠামোকে আরও ঢেলে সাজাতে চাইছে মেসিদের দেশ। আর যে কারণেই শতবর্ষে বিশ্বকাপ আয়োজনের জন্য ঝাঁপিয়েছে আর্জেন্টিনা। 

Comments are closed.