লখনউয়ের মতো ঐতিহাসিক শহরের নামও এবার বদলে যেতে পারে। নতুন নাম হতে পারে লক্ষণ নগরী। এমনটাই ইঙ্গিত মিলল উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেস পাঠকের কথায়। লখনউ নিয়ে এক মন্তব্যের পরেই নাম বদলের জোর জল্পনা শুরু হয়েছে।
উত্তরপ্রদশের ভাদোহিতে এক বৈঠকে বিজেপি সাংসদ সঙ্গললাল গুপ্তা লখনউয়ের নাম বদলের আর্জি জানান। সাংসদের আর্জির উত্তরে উপ-মুখ্যমন্ত্রী সঙ্গললাল বলেন, লখনউ আগে লক্ষণ নগরী নামে পরিচিত ছিল। আর তাঁর এই মন্তব্যের পরেই দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে এবার কি লখনউয়ের নাম বদলে যাচ্ছে?
কেন্দ্রে ক্ষমতায় এসে বিজেপি একাধিক জায়গা, রেল স্টেশন, সৌধের নাম বদল করেছে। এলাহবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। মোঘলসরাই স্টেশনের নাম বদলে দীন দয়াল উপাধ্যায় নাম রাখা হয়েছে। সম্প্রতি রাজপথ, রাষ্ট্রপতি ভবনের উদ্যানেরও নাম পরিবর্তন করেছে কেন্দ্র। রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলে অমৃত উদ্যান রেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার সেই তালিকায় লখনউ থাকবে কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.