ভারতীয় সমাজের একটা বড় অংশ এখনও লিভ-ইন সম্পর্ককে মন থেকে মেনে নিয়ে পারে না। এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর তা ভেঙে গেলে একটা মহিলার পক্ষে একা দিন কাটানো সমস্যার হয়ে দাঁড়ায়। একটি মামলায় এমনই জানায় এলাহাবাদ হাইকোর্ট।
দিনের পর দিন লিভ করতেন এক যুগল। মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ওই যুবক। কিন্তু মহিলা সন্তান সম্ভবা হয়ে পড়লে তা মেনে নিতে চাননি ওই যুবক। পরবর্তীকালে বিয়েতেও অস্বীকার করে ওই যুবক। আদালতের দ্বারস্থ হন মহিলা। মহিলার অভিযোগ মতন গ্রেফতার করা হয় ওই যুবককে। অভিযুক্তের জামিনের আরজির শুনানিতেই আদালত জানায়, এই ধরনের ঘটনায় কোনও মহিলার আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য উপায় থাকে না।
এক বছরেরও বেশি সময় ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই যুগল।
যদিও সব সাক্ষ্যপ্রমাণের পর অভিযুক্তর জামিন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু আদালতের পর্যবেক্ষণ লিভ ইন সম্পর্ক এখনও মেনে নেওয়ার মতন মানসিক অবস্থা তৈরি হয়নি ভারতীয় সমাজের একটা বড় অংশের।
Comments are closed.