রক্তের কালোবাজারি রুখতে তৎপর হচ্ছে রাজ্য সরকার। রক্ত নিয়ে এবার একগুচ্ছ নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এবার থেকে রক্ত বন্টনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কতগুলি নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে।
নতুন নীতিতে বলা হয়েছে, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো থেকে আর হোল রক্ত দেওয়া হবে না। তার পরিবর্তে রক্তের নানা উপাদান আলাদা আলাদা ভাবে সরবারহ করা হবে। এবং এই পুরো প্রক্রিয়াটি কার্যকর করার জন্য একটি app তৈরি করবে রাজ্য। ওই app-এর মাধ্যমে কোনও সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের কোন উপাদান পাওয়া যাবে, তা নথিভুক্ত করা থাকবে। এর জেরে প্রয়োজনে যাতে রক্তের জন্য রোগীর বাড়ির আত্মীয় ওই app-এর মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারে।
জানা গিয়েছে, পুরো প্রক্রিয়াটাই এখনও পরিকল্পনার স্তরে রয়েছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের কর্তারা সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকও শুরু করেছে। খুব শীঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।
Comments are closed.