মাত্র ১৫ বছর বয়সে বিএ পরীক্ষায় বসছেন তানিষ্কা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন দেশের প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন
মাত্র ১৫ বছর বয়সেই বিএ ফাইনাল পরীক্ষায় বসছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা তানিষ্কা সুজিত। এই বয়সে অন্যান্যরা মাধ্যমিক পরীক্ষা দেন। কিন্তু তানিষ্কা এই বয়সে বিএ ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। ইন্দোরের আহলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। এবার সাইকোলজি নিয়ে বিএ ফাইনাল পরীক্ষা দেবেন তিনি। আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে তাঁর।
১ এপ্রিল মধ্যপ্রদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তাঁর সঙ্গে দেখা হয়েছিল তানিষ্কার। ভবিষ্যতে নিজেকে প্রধান বিচারপতির আসনে দেখার ইচ্ছার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তানিষ্কা। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তানিষ্কা জানান, প্রধান বিচারপতি হওয়ার লক্ষ্যের কথা শুনে প্রধানমন্ত্রী তাঁকে সুপ্রিম কোর্টে একবার ঘুরতে যাওয়ার কথা বলেন। সেখানে কীভাবে আইনজীবীরা সওয়াল করেন তা দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, মাত্র ১২ বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তানিষ্কা। ১১ বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষাতেও ভালো ফল করেছিলেন তিনি। দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করায় সাইকোলজি নিয়ে বিএ পড়ার জন্য ভর্তি হন তিনি। ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করতে চান তানিষ্কা। দেশের প্রধান বিচারপতি হওয়া তাঁর লক্ষ্য।
কোভিডের কারণে ২০২০ সালে বাবা ও দাদুকে হারিয়েছেন তানিষ্কা। কিন্তু পড়াশোনা থেকে মন সরেনি তাঁর। নিজের লক্ষ্যে স্থির ছিলেন তিনি।
Comments are closed.