লাইনে ফাটল, দুই স্কুল পড়ুয়ার উপস্থিত বুদ্ধিতে বাঁচলো লোকাল ট্রেন

দুই স্কুল পড়ুয়ার উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেল একটি লোকাল ট্রেন। সোমবার বিকেলে লক্ষ্মীপুর ও লোহাপুর রেল লাইনের মধ্যবর্তী জায়গায় ট্রেন লাইনে বড়সড় ফাটল দেখতে পায় দুই স্কুল পড়ুয়া।

 

ট্রেনটি ছিল বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল ট্রেন। লোহাপুর এমআরএম হাই স্কুলের পড়ুয়া জয়রাম মাল ও গৌরব মাল। তাঁরা গ্রাম থেকে বাজার আসার সময় লাইনে ফাটল দেখতে পায়। তাঁরা ছুটে গিয়ে খবর দেয় গেট ম্যানকে।

 

ততক্ষণে ওই ট্রেন লক্ষ্মীপুর স্টেশন পেরিয়ে গিয়েছে। গেটম্যান ফোন করেন লোহাপুর স্টেশনে। লাইনে ওপর লাগানো হয় লাল পতাকা। ট্রেনটি দাঁড় করিয়ে ফাটল মেরামতির কাজ করা হয়। প্রায় আধ ঘন্টা ধরে কল ফাটল মেরামতির কাজ। এরপর স্বাভাবিক হয় ওই লাইনের ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষের তরফে ওই দুই স্কুল পড়ুয়া র প্রশংসা করা হয়েছে।

Comments are closed.