প্রায় ১০০% আসনে মনোনয়ন, এটাই গণতন্ত্র, যা আমরা উদ্ধার করেছি; অভিষেক 

মনোয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসের অভিযোগ তুলেছে রাজ্যের বিরোধীদলগুলো। এ নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। এবার বিরোধীদের পাল্টা এক হাত নিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শুক্রবার সভা থেকে তিনি সাফ বলেন, কোনও রকমের বড় অশান্তি ছাড়াই নির্বিঘ্নে মনোয়ন জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। তাঁর দাবি, ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচনে শুধু জেলা পরিষদের আসনেই প্রায় ১০০% মনোয়ন পত্র জমা পড়েছে। 

শুক্রবার কাকদ্বীপে নব জোয়ার যাত্রার শেষ দিন ছিল। পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, ৮০’র দশক, ৯০ দশকে কীভাবে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে আমরা দেখেছি। সিপিএম সুপরিকল্পিতভাবে সন্ত্রাসকে বাংলায় ঢুকিয়ে দিয়েছে। তার ইতি টানতে আমরা গ্রাম বাংলার মতামত চেয়েছি। আজ জেলাপরিষদে ১০০ শতাংশ মনোয়ন হয়েছে। এটাই গণতন্ত্র, যা আমরা উদ্ধার করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছি। 

Comments are closed.