চার দিনের আমেরিকা সফর শেষে করেছেন। যা নিয়েও সরগরম সংবাদমাধ্যমগুলো। আর আমেরিকা সফর শেষে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, মিশরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসির আমন্ত্রণে দু’দিনের জন্য মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এটাই তাঁর প্রথম মিশর সফর। এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই ১৯৯৭ সালের পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী মিশর যাচ্ছেন। সেদিক থেকেও নরেন্দ্র মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকের মত।
সূত্রের খবর,মিশরে পৌঁছে শনিবার হিলিওপলিস যুদ্ধের সমাধিস্থলে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথম বিশ্বযুদ্ধে সমাহিত ভারতীয় সৈনিকদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। ভারত থেকে তিনিই প্রথম এই কাজটি করবেন। এছাড়াও দু’দেশের মধ্যে একগুচ্ছ চুক্তি হতে পারে বলে খবর। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও আলোচনা হতে পারে। আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরের ৬ মাসের মধ্যেই ভারত সফরে আসবেন মিশরের প্রেসিডেন্ট। যা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আগাম আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.