জুন মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৪.৮১% । যা তিন মাসের মধ্যে সর্বাধিক। কেন্দ্রের রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। মে মাসে এই বৃদ্ধির হার ছিল ৪.৩১ শতাংশ। মনে করা হচ্ছে খুচরো বাজারে শাক সব্জি, আনাজপাতি, মাছ-ডিম্ সহ মাংসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অত্যাধিক মাত্রায় বাড়ার কারণে মূল্যবৃদ্ধির হার এইভাবে বেড়েছে। আর কেন্দ্রের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।
পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ২০২২-এ খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার যা ছিল এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২%। পরিসংখ্যান থেকে স্পষ্ট নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও কেন্দ্রের দাবি, এতে উদ্বেগের কারণ নেই। কারণ মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
মূল্যবৃদ্ধির জেরে জেরবার মধ্যবিত্ত। সম্প্রতি টমেটোর মূল্য কোথাও কোথাও ২০০ টাকা কেজিতেও পৌঁছে গিয়েছিল। এখনও কলকাতায় টমেটোর দাম কেজি প্রতি ১০০ টাকার ওপরে। একই অবস্থা অন্যান্য সবজির ক্ষেত্রেও। বাজারে শাক-সব্জির দাম কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাছ, মাংসের দামও আকাশছোঁয়া। সব মিলিয়ে নাজেহাল অবস্থা আম জনতার। কেন্দ্রের রিপোর্টে ফের একবার তা স্পষ্ট।
Comments are closed.