স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা কবে থেকে ভর্তি হতে পারবেন, তা নিয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সংশ্লিষ্ট তারিখের মধ্যেই পড়ুয়ারাদের মেধা তালিকা প্রকাশ করতে হবে।
উচ্চ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে স্নাতক স্তরের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ করতেই হবে। এই মর্মে সমস্ত কলেজগুলোকে নির্দেশিকা পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, স্নাতকোত্তর স্তরে ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দিতে হবে। তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষণ করে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে, নিজেদের পড়ুয়াদের জন্য ৮০% আসন সংরক্ষণ করে রাখতে হবে। রবীন্দ্রভারতী, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সর মতো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ুয়াদের জন্য ৯০% আসন সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.