বৈঠক অত্যন্ত ভালো হয়েছে, এই বৈঠকের ফলে দেশের মানুষ উপকৃত হবে: মমতা 

বেঙ্গালুরু বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক হয়ে গেল মঙ্গলবার। সারা দেশের রাজনৈতিক মহলের নজর ছিল এদিনের বৈঠকে। বৈঠক নিয়ে বিরোধীদের একযোগে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৈঠক শেষে প্রাথমিক প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, আজকের বৈঠক অত্যন্ত ভালো হয়েছে। এর ফলও ভালো হবে। এদিনের বৈঠকের ফল ভবিষ্যতে দেশবাসীকে উপকৃত করবে।

বেঙ্গালুরুতে বিরোধী জোটের এটি দ্বিতীয় বৈঠক ছিল। এদিনের বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি সহ মোট ২৬টি বিরোধী দল উপস্থিত ছিল। কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের মমতা ব্যানার্জি, সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ওদিকে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির প্রধান সহ তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে এখনও বিস্তারিত সাংবাদিক বৈঠক হয়নি। তবে এভাবে ২৬ টি দলের একত্রে একটি ছাতার নীচে আসা জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই রাজনৈতিক কারবারিদের অনেকে মনে করেছে।

Comments are closed.