পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি। শনিবার রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচন কমিশনার।
কমিশন সূত্রে খবর, ১৯ আগস্ট রাজ্যে আসছে রাজ্য নির্বাচন কমিশনের তিনজন ডেপুটি নির্বাচন কমিশন। লোকসভা ভোটের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্যে আসছেন তাঁরা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, আগস্টের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ কাজ শুরু হয়ে যাবে রাজ্যে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে, ইভিএম এবং ভিভি প্যাট সংক্রান্ত কাজ। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজও হবে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, সব রাজ্যেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। বাকি রাজ্যেও জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যাবেন। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট শেষ হতে বা হতেই লোকসভা ভোটের দামামা বেজে গেল।
Comments are closed.