মণিপুর নিয়ে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে তৃণমূল; মাসজুড়ে কর্মসূচির ঘোষণা মহিলা ব্রিগেডের 

মণিপুরের অশান্তির প্রতিবাদে আন্দোলনে এবার রাস্তায় নামছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার মহিলা তৃণমূলের তরফে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা করলেন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে আমাদের নিন্দা জানানোর ভাষা নেই। সেই ঘটনার প্রতিবাদে আগামী এক মাসব্যাপী পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। ঘাসফুল শিবির সূত্রে খবর, প্রতিবাদ কর্মসূচি শুরু হবে দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের কর্মসূচির মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে শহর থেকে তা জেলায় জেলায় ছড়িয়ে পড়বে।

আন্দোলনের রূপরেখা তৈরি করে জেলায় জেলায় মহিলা তৃণমূলের সভানেত্রীদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে। দলীয় স্তরে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে তার ভিত্তিতে যেন প্রতিটি জেলায় কর্মসূচি পালন করা হয়।

মণিপুর ইস্যুতে আগেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ ২৬টি বিরোধী দলের জোট। প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে লোকসভার বাইরে ধর্ণা কর্মসূচি শুরু করেছে ২৬ টি দলের প্রতিনিধিরা। তৃণমূলের তরফেও সেই প্রতিবাদ কর্মসূচিতে অভিষেক ব্যানার্জি সহ বাকি সাংসদরা উপস্থিত ছিলেন। আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে এবার রাস্তায় নামার পরিকল্পনা নিল রাজ্য তৃণমূলের মহিলা শাখা।

Comments are closed.