সুর চড়াচ্ছে বিরোধীরা; কেন্দ্রের ওপর চাপ বাড়াতে এবার মণিপুর যাচ্ছে INDIA’র প্রতিনিধি দল 

লোকসভায় অনাস্থা প্রস্তাব, রাজ্যসভায় মুলতবি প্রস্তাব। তার ওপরে লোকসভার বাইরে ধারাবাহিক ভাবে অবস্থান বিক্ষোভ। মণিপুর নিয়ে ক্রমাগত কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে চলেছে বিরোধী জোট। এবার আরও একধাপ এগিয়ে মণিপুর যাওয়ার সিদ্ধান্ত নিল বিরোধী জোট। জানা গিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের ২৬টি দলের প্রতিনিধিরা একত্রে মণিপুর যাবেন।

সাম্প্রতিক পরিস্থিতিতে এ ধরণের পদক্ষেপ মোদী সরকারকে যথেষ্ট চাপে রাখবে, এমনটাই মত রাজনৈতিক কারবারিদের একাংশের। যদিও জোটের প্রতিনিধিরা কবে মণিপুর যাবেন তা নিয়ে এখনও দিনক্ষণ স্থির হয়নি। তবে মনে করা হচ্ছে সংসদে বাদল অধিবেশন শেষ হলেই বিরোধীদের একটি প্রতিনিধি দল মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশ থেকে তৃণমূল নেত্রী মণিপুরের ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেছিলেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, বিরোধী জোটের মুখ্যমন্ত্রীরা একত্রে মণিপুর যাবেন। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবের এটি অংশ হতে পারে বলে অনেকে মনে করছেন।

Comments are closed.