অশান্ত মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাটানো এবং গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। সংসদে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। সংসদ কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে বৃহস্পতিবারও তুমুল বিক্ষোভ দেখায় বিরোধী সাংসদরা। মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর।
গত ৪ মে’র ঘটনা। ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এই পুরো ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ নেয়ানি বলেও অভিযোগ ওঠে। কয়েকদিন আগেই সেই ঘটনার একটি ভিডিও বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ঘটনার তীব্র নিন্দা জানায় বিরোধীরা। মণিপুর নিয়ে ক্রমাগত কেন্দ্রের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী জোট। আর এসবের মধ্যেই বৃহস্পতিবার পুরো ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিল অমিত শাহের দফতর।
Comments are closed.