অভিষেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লুক-আউট নোটিস প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের; রুজিরার কাছে ক্ষমাও চাইল ইডি 

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তির মুখে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রীর রুজিরা ব্যানার্জির। তাঁদের বিরুদ্ধে জারি লুক-আউট নোটিস প্রত্যাহারের জন্য ইডিকে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে রুজিরা ব্যানার্জিকে বিমান বন্দরে আটকানোর জন্যও তাঁর ক্ষমা চাইল কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে অভিষেক ব্যানার্জির এবং তাঁর স্ত্রীর করা মামলার শুনানি হয়। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জির বিদেশ যাত্রায় কোনও বাধা নেই। তবে বিদেশে যেতে হলে তার এক সপ্তাহ আগে ইডিকে জানাতে হবে। 

এর পাশাপাশি গত ৫ জুন থাইল্যান্ড যাওয়ার পথে রুজিরা ব্যানার্জিকে বিমান বন্দরে আটকেছিল ইডি। জানিয়েছিল, রুজিরা ব্যানার্জির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি লুক আউট নোটিসও জারি করা হয়েছিল। তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন রুজিরা ও অভিষেক। এদিন সেই প্রসঙ্গও ওঠায়, রুজিরা ব্যানার্জির যাচ্ছে ইডির আইনজীবী ক্ষমা চান। 

অভিষেক ব্যানার্জি বর্তমানে বিদেশে রয়েছেন। তাঁর আইনজীবী কপিল সিব্বল আদালতে বিষয়টি জানান। এর পর বিচারপতি ইডির কাছে জানতে চান, অভিষেক ব্যানার্জির নামে কোনও লুক আউট নোটিস রয়েছে কিনা। তাতে ইডি জানায়, নোটিস থাকলেও তাতে কিছু শর্ত শিথিল করা হয়েছে। এরপরেই ডিভিশন বেঞ্চ জানায়, বিদেশে চলে গিয়েছে, অথচ লুক আউট নোটিস রয়েছে। বিষয়টি পরস্পর বিরোধী। তারপরেই অভিষেক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে জারি লুক আউট নোটিস প্রত্যহারের নির্দেশ দেয় আদালত। 

 

Comments are closed.